বিশ্বে ৪ জন তরুণের মধ্যে তিনজনেরই কর্মদক্ষতায় ঘাটতি রয়েছে : ইউনিসেফ

unicrf
ইউনিসেফ। ফাইল ছবি

আজ শুক্রবার ১৫ জুলাই, ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’।এই দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ ও শিক্ষা কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তাতে বলা হয়েছে, বিশ্বে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ১০ বছর বয়সী বেশির ভাগ শিশু একটি সাধারণ পাঠ্য পড়তে ও বুঝতে অক্ষম। এই মৌলিক দক্ষতা না থাকায় পরবর্তীতে তাদের শিক্ষা ও দক্ষতা অর্জনে তা বাধা হয়ে দাঁড়ায়।

এ ছাড়া উঠে এসেছে কর্মদক্ষতায় তরুণদের ঘাটতির চিত্র। ৯২টি দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের তথ্য বিশ্লেষণ করে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চার ভাগের মধ্যে প্রায় তিন ভাগ তরুণেরই কর্মদক্ষতায় ঘাটতি আছে।
বিশেষ করে নিম্ন আয়ের দেশের তরুণরা দক্ষতায় সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছেন।

এজন্য ভবিষ্যতে কর্মসংস্থান, সুন্দরভাবে কাজ করা ও উদ্যোক্তা তৈরির জন্য তরুণদের দক্ষতা বাড়াতে বলা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বল্প আয়ের ৩ ভাগের ১ ভাগ দেশের ৮৫ ভাগ তরুণের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের জন্য যে দক্ষতা, প্রয়োজন তা নেই। যেসব দেশের তরুণরা বিদ্যালয়ের বাইরে ও মাধ্যমিক স্তরে কম দক্ষতা অর্জন করে, সেসব দেশ দক্ষ জনশক্তির সংকটে ভুগছে। এসব দেশের বেশির ভাগ তরুণ কর্মজীবন শুরুর জন্য প্রস্তুত নন।

 

Leave a Reply