বাংলা অপিনিয়ন (banglaopinion.com) একটি অনলাইন ম্যাগাজিন। ২০২২ সালের ১ জুলাই এই ম্যাগাজিনের যাত্রা শুরু।
এখানে দেশ-বিদেশের নিউজ, মতামত, সাম্প্রতিক বিশ্বের নানা প্রশ্নের উত্তর, ছাত্রজীবনের প্রয়োজনীয় তথ্য, কর্মজীবনের নানা দিক, ভ্রমণ ও ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
এ ছাড়া দেশ-বিদেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকীয় এখানে একপাতায় পাচ্ছেন। আপনার পছন্দের পত্রিকার কলাম বা সম্পাদকীয় বা মতামত পড়তে এখানে সেসব পত্রিকার লিঙ্ক সন্নিবেশ করা হয়েছে।
তাছাড়া বাংলাদেশের সরকারি-বেসরকারি চাকরির শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ওয়েবসাইটের লিঙ্কও এখানে একপাতায় পাচ্ছেন।
নিজেকে আপডেট রাখতে নিয়মিত চোখ রাখুন বাংলা অপিনিয়ন ডটকমে।
সিস্টার কনসার্নস
goods-ferry.com, আমাদের আরেকটি উদ্যোগ। এটি একটি ই-কমার্স প্রতিষ্ঠান।এখানে সূলভ মূল্যের পণ্যগুলো পাওয়া যাচ্ছে।এই প্রতিষ্ঠান শুধু ক্যাশ-অন ডেলিভারি পদ্ধতিতে পণ্য বিক্রি করছে। সততার সঙ্গে দেশে ই-কমার্স করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য।