শপথ নিলেন ব্রাজিলের ৭৭ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট

শপথ নিলেন ব্রাজিলের ৭৭ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট
শপথ নিলেন ব্রাজিলের ৭৭ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট

লুলা দা সিলভা ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি নীল স্যুট পরে, কালো রঙের রোলস রয়েস গাড়িতে করে আসেন। তার সঙ্গে স্ত্রী ফার্স্ট লেডি রোসাঙ্গেলা জানজা দা সিলভা এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আল্কমিনও ছিলেন।

রবিবার শপথগ্রহণের শুরতে ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এজন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

তবে কংগ্রেসের সামনে লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জইর বলসোনারো উপস্থিত ছিলেন না।

লুলা তৃতীয়বারের মতো ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেন। শপথ গ্রহণের পর লুলা প্রতিশ্রুতি দেন যে, তিনি ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’, লড়বেন পরিবেশ আর দরিদ্রদের জন্য।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন লুলা।

শপথ গ্রহণের পর লুলা বলেন, ব্রাজিলের পড়তির দিকে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে তার সরকার। সেইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের ঘাটতি পূরণে চেষ্টা করবেন। রুখে দেবেন ব্যক্তিগত লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠন।

সূত্র : এএফপি

Leave a Reply