দেশে বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল রবিবার (১ জানুয়ারি) ইউজিসি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউজিসির সভা সূত্রে এ খবর প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টার ঢাকা পোস্ট।
খবরে বলা হয়েছে, স্থায়ী ক্যাম্পাস ইস্যুতে বেঁধে দেওয়া সময়ের (২০২২ সালের ডিসেম্বর) মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় এই চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে।
সেইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে এসব বিশ্ববিদ্যালয় দৃশ্যমান পদক্ষেপ না নিলে তাদের ব্যাপারে আরও ব্যবস্থা নেবে ইউজিসি।
এই চারটি বিশ্ববিদ্যালয় হলো- প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।
এসব বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের জানুয়ারি থেকে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।