যে কারণে তরুণীকে জঙ্গলে নিয়ে গায়ে আগুন দিলেন মা-ভাই

যে কারণে তরুণীকে জঙ্গলে নিয়ে গায়ে আগুন দিলেন মা-ভাই
ভারতীয় পুলিশের গাড়ির ফাইল ছবি

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক রোমহর্ষক ঘটনা। এক তরুণীকে তার মা ও ভাই জঙ্গলে নিয়ে গায়ে আগুন দিলেন।

কারণ তরুণী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। এই রাগে ও ক্ষোভে তার গায়ে আগুন দেন তারা। এতে গুরুতর দগ্ধ হয়ে ২১ বছর বয়সী ওই তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

খবর এনডিটিভির। পুলিশের বরাতে খবরে বলা হয়েছে, তরুণীর গর্ভে থাকা সন্তানের বাবা কে, সে বিষয়ে তাকে জেরা করেন মা ও ভাই। কিন্তু ওই তরুণী এ ব্যাপারে কোনো তথ্য দেননি। এতে তারা আরও বেশি ক্ষুব্ধ হন।
এরপর তারা তাকে জঙ্গলে নিয়ে যান এবং সেখানে তার গায়ে আগুন ধরিয়ে দেন।

তখন জঙ্গলের আশপাশে থাকা কয়েকজন কৃষক তরুণীর আত্মচিৎকার শুনতে পান। তারা সেখানে ছুটে গিয়ে দেখতে পান আগুনে পুড়ছেন তিনি। এরপর তারা দ্রুত হাসপাতালে নিয়ে যান তাকে। আগুনে তরুণীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

পরবর্তীতে তাকে মেরুতের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় মা ও ভাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

 

Leave a Reply