মেট্রোরেল নিয়ে কিছু প্রশ্ন, প্রথম নারী চালকের নাম কী?

মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?
মেট্রোরেলের ফাইল ছবি। ইনসেটে মরিয়ম আফিজা (বামে) ও আসমা আক্তার (ডানে)

বাংলাদেশের মেট্রোরেল চালানোর দলে যুক্ত হয়েছেন দুই নারী। তাদের মধ্যে প্রথম যিনি মেট্রোরেল চালাবেন, তার নাম কী? মেট্রোরেল নিয়ে এখানে এমন বেশকিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো।

মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?

উত্তর : মরিয়ম আফিজা। ২০২১ সালের ২ নভেম্বর তিনি মেট্রোরেলে নিয়োগ পান।

প্রশ্ন : তার বাড়ি ও পড়াশোনা?

উত্তর; তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি।

প্রশ্ন : দেশের প্রথম মেট্রোরেল কবে চালু হবে?

উত্তর: ১৬ ডিসেম্বর। উত্তরা-আগারগাঁও অংশ আগামী ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা রয়েছে। আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চালু হতে পারে ২০২৩ সালের ডিসেম্বরে।

প্রশ্ন : মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানি। পরিচালনা করছে সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রশ্ন : মেট্রোরেলের দূরত্ব কত?

উত্তর : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার।

প্রশ্ন : মেট্রোরেলের স্টেশন কতটি?

উত্তর : ১৬টি। উত্তরা-আগারগাঁও পথে ৯টি স্টেশন আছে। আগারগাঁও-মতিঝিল পথে স্টেশনের সংখ্যা ৭।

প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন সংস্থা?

উত্তর : জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা। প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৭ সালের আগস্টে।

প্রশ্ন: মেট্রোরেলের চালকের পদটির নাম কী?

উত্তর : ‘ট্রেন অপারেটর’। এই পদে ২৫ জনের সঙ্গে নিয়োগ পেয়েছেন মরিয়ম আফিজা। স্টেশন থেকে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করবেন স্টেশন কন্ট্রোলার। এই পদে ৩৪ জনের সঙ্গে নিয়োগ পেয়েছেন আসমা আক্তার নামের আরেক নারী। ট্রেন অপারেটর কখনো কখনো স্টেশন কন্ট্রোলারের দায়িত্ব পালন করবেন। আবার স্টেশন কন্ট্রোলার প্রয়োজন হলে ট্রেন চালাবেন। ফলে মেট্রোরেল চালাতে পারবেন আসমা আক্তারও।

প্রশ্ন : আসমা আক্তারের পড়াশোনা?

উত্তর: রাজধানীর তিতুমীর কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করেন তিনি। স্টেশন কন্ট্রোলার পদে নিয়োগ পেয়েছেন ২০১৯ সালের ২১ আগস্ট।

 

 

Leave a Reply