ভারতের মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন।
বেশ কিছু দিন ধরে শিবসেনা দলের মধ্যে বিদ্রোহ চলছিল। এরপর বুধবার রাতে হঠাৎ মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে।
নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দীর্ঘদিন মহারাষ্ট্র রাজ্যে মন্ত্রী ও শিবসেনা বিধায়ক ছিলেন। রাজ্যে ওই রাজনৈতিক টানাপোড়েনের সময় উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন একনাথ শিন্ডে।
তিনি মোট ৩৬ জন শিবসেনা বিধায়ককে নিজের পক্ষে টেনে নেন। তাদের নিয়ে প্রথম গুজরাটে এবং পরে আসামের গুয়াহাটিতে বিলাসবহুল হোটেলে রাখেন।
তারপর মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানান দেভেন্দ্র ফাডনবীশ। চিঠিতে তিনি বলেন, ৩৬ জন বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আর সমর্থন করছেন না।এরপর রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দেন। তারপরই বুধবার রাতে ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন উদ্ধব ঠাকরে।
সূত্র : বিবিসি বাংলা