ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব ড. মো. ফরহাদ হোসেন।
প্রজ্ঞাপনে তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন।