রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে
এই আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি, ঢাকা) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেইলি রোডের অগ্নিকাণ্ডে রাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান জুয়েল।আর শনাক্তের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর চলমান রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর বেইলি রোডের একটি ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা এ আগুন ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।