বুয়েটে কি ভর্তি হবেন আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ?

বুয়েটে কি ভর্তি হবেন আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ?
আবরার ফাইয়াজ।ফাইল ছবি

কুষ্টিয়া শহরের বাসিন্দা আবরার ফাহাদ ভর্তি হয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের এই ছাত্র তার পড়ালেখা শেষ করতে পারেননি। ২০১৯ সালের ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম পিটুনিতে তিনি মারা যান। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেছিলেন।এই মামলায় বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই আবরার ফাহাদের একমাত্র ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি এবার বুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলে তার নাম রয়েছে।

তিনি মেধাতালিকায় ৪৫০তম স্থানে রয়েছেন।তিনি যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ফাইয়াজের বরাতে এই ভর্তির চান্স পাওয়ার খবর প্রকাশ করেছে দৈনিক প্রথম আলোর অনলাইন।

প্রশ্ন উঠেছে ফাইয়াজ কি বুয়েটে ভর্তি হবেন?

প্রথম আলোর খবরে বলা হয়েছে- আবরার ফাইয়াজ জানিয়েছেন যে, এই ফলে খুশি। কিন্তু ভর্তি হবেন কি না, তা নিয়ে এখনো ভাবছেন। অর্থাৎ তার ভর্তি হওয়া নিয়ে তিনি নিশ্চিত নন। এজন্য তিনি পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবন। যদিও তিনি জানিয়েছেন তার ভর্তি হওয়ার ইচ্ছা আছে।

খবর অনুযায়ী, ফাইয়াজের বাবা বরকত উল্লাহও বিষটি নিয়ে ভাবছেন। তিনি জানান, ফাইয়াজ ইতোমধ্যে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সায়েন্সে ভর্তি আছেন। বুয়েটে ভর্তির ব্যাপারে তারা এখনো সিদ্ধান্ত নেননি।

 

 

Leave a Reply