বিশ্বে মাঙ্কিপক্সের সংক্রমণ দ্রুত বাড়ছে। এ কারণে এটি নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর।
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে?
উত্তর : ২৩ জুলাই, ২০২২ (শনিবার) মাঙ্কিপক্স নিয়ে ‘গ্লোবাল হেলথ ইমারজেনসি’ বা জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।
প্রশ্ন: এই জরুরি অবস্থা ঘোষণার অর্থ কী?
উত্তর : এর অর্থ হলো ডব্লিউএইচও এখন এই রোগটিকে বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য একটি বড়সড় বিপদ এবং উদ্বেগের কারণ হিসেবে দেখছে। এটি যাতে আরও ছড়িয়ে না পড়ে এবং মহামারির আকার না নেয়, সেজন্য সম্মিলিত আন্তর্জাতিক প্রক্রিয়ার বিষয়টিকেও এখন গুরুত্ব দেওয়া হবে।
প্রশ্ন: এর ফলে কোন কোন নীতি বদলাতে পারে ? আর কী কী নিয়ম চালু হতে পারে?
উত্তর: যদিও এর ফলে কোনো দেশের ওপর আলাদা করে নীতি আরোপ করার নির্দেশ দেওয়া হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘোষণার মাধ্যমে সব দেশকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছে এবং আগামী দিনগুলোতে এ রোগটির বিরুদ্ধে লড়াই করার জন্য নীতি তৈরির বিষয়ে জোর দিচ্ছে। ডব্লিউএইচও তার সদস্য দেশগুলোকেও এ বিষয়ে নির্দেশ দিতে পারে। কিন্তু কিছু নীতি চাপিয়ে দিতে পারে না।