বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক

বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক
বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক

ঢাকার শেরাটন হোটেলে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের (বায়াম্পা-BYMPA) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। বাংলাদেশের প্রায় ৭০টি শিল্প গ্রুপের স্পিনিং ডিভিশন থেকে প্রায় ২০০ এর বেশি মার্কেটার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বায়াম্পা বাংলাদেশের ইয়ার্ন মার্কেটিং প্রফেশনালদের এক বৃহৎ সংগঠন, যা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।

বায়াম্পা’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক গেটকো গ্রুপের স্পিনিং ডিভিশনের মার্কেটিংয়ের নির্বাহী পরিচালক রুহুল আমিন আশিক অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমি বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের একজন সদস্য। নতুন দায়িত্ব ও একজন সদস্য হিসেবে সংগঠনকে আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো। রপ্তানি খাতের সাথে জড়িত বাংলাদেশের অর্থনীতিতে বায়াম্পা সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে এবং কীভাবে সামনে দিনগুলোতে এ ভূমিকা আরও বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে কাজ করব।

বায়াম্পা’র নবনির্বাচিত সভাপতি যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের মার্কেটিং পরিচালক ইঞ্জিনিয়ার এবিএম সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে প্রদান করেন। তিনি বলেন, এই নতুন কার্যনির্বাহী কমিটি তার সদস্যদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। যার মধ্য দিয়ে বাংলাদেশ ইয়ার্ন সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এই কমিটি হবে জবাবদিহিমূলক ও দায়িত্বশীল।

তিনি আরও বলেন, আমাদের সেক্টরের যে চ্যালেঞ্জগুলো আছে বিশেষ করে প্রাইস ও ব্যাংকিং সাপোর্ট তা নিয়ে বিটিএমএ এবং বিকেএমইএ এর সাথে আলোচনা করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম সিরাজুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালিক জানান, সংগঠনের প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে, তবেই অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

অভিষেক আয়োজক কমিটির আহ্বায়ক কাজী বজলুর রশিদ তার বক্তব্যে বলেন, আল্লাহর অশেষ রহমতে আয়োজক কমিটি উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটি এবং সদস্যবৃন্দকে এক করতে পেরেছে। কাজটি কষ্টসাধ্য হলেও বেশ আনন্দের।

এই হাসি আনন্দ ভাগাভাগি করেই এগিয়ে যেতে চায় বায়াম্পা। নতুন কমিটির প্রত্যেককে নিয়ে কেক কেটে ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সভাপতি।

রাতের খাবার শেষ করে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি শিল্পী ছাড়াও অংশ নেন বায়াম্পা’র সদস্যরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সি:সহ সভাপতি আ: সালিক, হেড অব মার্কেটিং, ইউটা স্পিনিং, সহ সভাপতিবৃন্দ পঙ্কজ কান্তি সরকার, সি: জিএম,থার্মেক্স স্পিনিং, কাজী বজলুর রশিদস্বত্বাধিকারী,কাজী এন্টারপ্রাইজ,এ,কে,এম এনায়েত উল্যাহ জিএম,ইয়ুথ স্পিনিং, মাহফুজ হোসেন, জিএম,এশিয়া কম্পোজিট, কামরুজ্জামান মাসুদ,জিএম, বাদশা টেক্সটাইল,মাকসুদ রিতু,এজিএম,প্রাইম টেক্সটাইল, যুগ্ম সম্পাদকবৃন্দ জিল্লুর রহমান হেড অফ মার্কেটিং,আশিক কম্পোজিট,আমিনুর রহমান আমিন,জিএম,ফারিহা স্পিনিং মাজহারুল ইসলাম মিলন হেড অফ মার্কেটিং,সৈয়দ স্পিনিং,এস কে মুন্না ডিজিএম, আরএন স্পিনিং, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ,জিএম,যমুনা স্পিনিং,অর্থ সম্পাদক জনাব জিল্লুর রহমান,জিএম,রিদিশা স্পিনিং,আইন সম্পাদক উত্তম কুমার দাস,হেড অফ মার্কেটিং,হামিম স্পিনিং, প্রচার সম্পাদক বশির খান সি: ম্যানেজার,বিএসবি স্পিনিং দপ্তর সম্পাদক ইমামুল হক লিপু সিনিয়র ম্যানেজার,এনজেড টেক্সটাইল,কার্যকরী সদস্যবৃন্দ জনাব মোশারফ হোসেন চৌধুরী,এক্সিকিউটিভ ডিরেক্টর, জেকে স্পিনিং,মাকসুদ আলম জিএম,প্রাইমটেক্সটাইল, আনোয়ার হোসেন, ডিরেক্টর,ইউনিটেক্স স্পিনিং,সেলিম হোসেন হেড অফ মার্কেটিং, আকিজ স্পিনিং,সাঈদ রিমন,সিইও, ওএসএন সোর্সিং, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ মনোয়ার হোসেন,জিএম, আরমাডা স্পিনিং,আবুল কালাম আজাদ,জিএম, আকবর কটন আ: আলীম,জিএম,মুলতাজিম স্পিনিং,শামীম আহমেদ, সাবেক জিএম,জেরিনা কম্পোজিট, সালাউদ্দিন আহমেদ,সাবেক হেড অব মার্কেটিং, স্কয়ার স্পিনিং,জিল্লুর রহমান,ডিজিএম, যমুনা স্পিনিং,গোলাম মোস্তফা হাবিব হেড অফ মার্কেটিং,মেহমুদ ইন্ডাস্ট্রিজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Leave a Reply