নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ’আমিও পারি’ নামে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
যেখানে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। কেবল যারা ভালো, তাদেরই সুযোগ দেয়নি অংশগ্রহণে। সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে প্রতিভা বিকাশে সহযোগিতা করা ও প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলাই এ অনুষ্ঠানের লক্ষ্য।
দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষা-উদ্যোক্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়্যারমান মোহাম্মদ রুহুল আমিন, পরিচালনা পরিষদের সদস্য এস. এম. মুরাদ হোসেন, মো. জুয়েল হাসান, মো. এনামুল হক, মো. কামরুজ্জামান, ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ আকরাম হোসেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাসুদুর রহমান স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে স্বাগত জানান।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।