দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আসছে

প্রাক-প্রাথমিক শিক্ষা

বাংলাদেশে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫ বছরের বেশি বয়সী শিশুরা ১ বছর মেয়াদি প্রাক্‌-প্রাথমিক স্তরে পড়াশোনা করে প্রথম শ্রেণিতে উঠে। এটি এখন ২ বছর মেয়াদি করা হবে।

এ শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিশুর বয়স ৪ বছরের বেশি হলেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হবে। আর ৬ বছর বয়স পর্যন্ত সে প্রাক্‌-প্রাথমিক স্তরে পড়াশোনা করবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে জানিয়ে আজ দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, প্রাক্‌-প্রাথমিক স্তরের নতুন শিক্ষাক্রমের অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

দুই বছর মেয়াদি এই শিক্ষা কার্যক্রম আগামী বছর পরীক্ষামূলকভাবে চালু হবে। সেবছর প্রাথমিক স্তরের ৩ হাজার ২১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে তা শুরু হবে।

তারপর ২০২৪ সালে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমন চালুর পরিকল্পনা রয়েছে।

 

Leave a Reply