টানটান উত্তেজনায় শেষ হলো কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ম্যাচের শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথমার্ধ শেষে মনে হয়েছিল আর্জেন্টিনা সহজেই এবার শিরোপাটা জিতে যাবে।
কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা জমে যায়। ঘুরে দাঁড়ায় ফ্রান্স। প্রথমার্ধে ২৩ মিনিটের সময় প্রথম গোলটি করেন মেসি। প্যানাল্টির সুযোগ পেয়ে গোল মিস করেননি মেসি।
এরপর ৩৬তম মিনিটে আর্জেন্টিনার হয়েছে দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া।
দ্বিতীয়ার্ধে ফ্রান্সও প্যানাল্টি পেয়ে যায়। সুযোগটি কাজে লাগান এমবাপ্পে। ম্যাচের ৮০তম মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়ান তিনি। এর ১ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
এই সমতায় ৯০ মিনিট শেষ হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও মেসি ও এমবাপ্পে একটি করে গোল করেন।
১০৮তম মিনিটে মেসি গোলটি করেন। আর এমবাপ্পে ১১৮তম মিনিটে গোল করেন। ফলে খেলা ৩-৩ সমতায় শেষ হয়।
এরপর টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে এবারের শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এটি মেসির প্রথম বিশ্বকাপ শিরোপা জয়।