ওজন কমিয়ে ফিট না হলে চাকরি যাবে আসাম পুলিশের

ওজন কমিয়ে ফিট না হলে চাকরি যাবে আসাম পুলিশের
আসাম পুলিশের ফাইল ছবি

আসাম পুলিশ সদস্যদের ওজন কমাতে হবে। শারীরিকভাবে তাদের ফিট হতে হবে। তা না হলে বাধ্যতামূলক স্বেচ্ছায় অবসরে যেতে হবে।

আসাম পুলিশের সব সদস্যের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যে শারীরিকভাবে ফিট হতে হবে। তা না পারলে স্বেচ্ছায় অবসরে যেতে হবে।

গতকাল মঙ্গলবার আসাম রাজ্যের পুলিশপ্রধান (ডিজিপি) জি পি সিং এ বিষয়ে বলেন, ‘ভারতীয় পুলিশ পরিষেবা ও আসাম পুলিশ পরিষেবার আওতায় পুলিশের সব কর্মীর বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) পেশাদারভাবে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বিভাগ। আগামী ১৫ আগস্ট পর্যন্ত পুলিশ সদস্যদের তিন মাস সময় দেওয়া হচ্ছে। এর পরবর্তী ১৫ দিনের মধ্যে বিএমআই মূল্যায়ন শুরুর সিদ্ধান্ত হয়েছে।

ডিজিপি জি পি সিং বলেন, ‘যাঁরা স্থূলকায় (মোটা), যাদের বিএমআই ৩০-এর বেশি, তাদের ওজন কমানোর জন্য নভেম্বরের শেষ পর্যন্ত আরও তিন মাস সময় দেওয়া হবে।’

তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে ফিট না হয়ে স্থূল থাকলে তাদের স্বেচ্ছায় অবসরে (ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম-ভিআরএস) যেতে হবে। তবে যাদের থাইরোডিজমের সমস্যা আছে, তারা এই তালিকায় থাকবেন না।

তিনি বলেন, আগামী ১৬ আগস্ট তিনি নিজের বিএমআই পরীক্ষা করে এই কাজে প্রথম ব্যক্তি হয়ে নেতৃত্ব দেবেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

 

Leave a Reply