ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে এএসসি ও কারিগরির পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
২৭ ও ২৮ মে হবে এসব পরীক্ষা। মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
পরে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে হবে। ওই দিন পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হবে। আর ২৮ মে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে। ওই দিন এ বোর্ডগুলোয় গার্হস্থ্যবিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে।’
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসির স্থগিত পরীক্ষা হবে ২৭ মে
অপরদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হয়েছিল কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষাও। সেই পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।
তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার বিষয়ে আজ জানানো হবে।
সূত্র : প্রথম আলো, ঢাকা পোস্ট