এখন লড়াই দুর্নীতির বিরুদ্ধে

এখন লড়াই দুর্নীতির বিরুদ্ধে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা। ফাইল ছবি

জুনাইদ আহমেদ

দ্বিতীয় স্বাধীনতা। হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে কর্তৃত্ববাদী শাসনের পতন। তরুণদের চোখে-মুখে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। এখন সব সেক্টরে চলছে সংস্কার অভিযান।

নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই অভিযান সফল হোক। দেশের সচেতন জনগণ সেই সংস্কার দেখার অপেক্ষায়।

বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ দুর্নীতি। শুধু এই একটি সমস্যা দূর করতে পারলে অনেক কিছুরই সমাধান হয়ে যাবে। কারণ, দুর্নীতি থেকেই অপরাধ, গণতন্ত্রহীনতা, স্বৈরাচারীর উত্থান।

দুর্নীতি দূর করার জন্য প্রথমত দুইটি কাজ করতে হবে। ১. দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা।২. দেশের সকল মানুষের মধ্য থেকে দুর্নীতির ইচ্ছা, প্রয়াস, প্রচেষ্টা কিংবা মানসিকতা দূর করার জন্য নৈতিক শিক্ষা ও চর্চা করা।

ইতোমধ্যে দুর্নীতিবাজদের ধরপাকড় শুরু হয়েছে।এতে দল-মত নির্বিশেষে সব দুর্নীতিবাজ শাস্তির আওতায় আসুক সেই প্রত্যাশা করি।

এখন লড়াই হোক দুর্নীতির বিরুদ্ধে। এই লড়াই শুধু দুর্নীতির বিরুদ্ধে, কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়।

লেখক : গণমাধ্যম কর্মী

Leave a Reply