ই-কমার্স উদ্যোক্তা হতে নিবন্ধন : নিতে হবে ডিবিআইডি, যেভাবে নেবেন

ই-কমার্স নিবন্ধন
ই-কমার্সের জন্য আপনাকে একটি ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি) নিতে হবে

আপনি কি বাংলাদেশে একজন উদ্যোক্তা হতে চান? করতে চান ই-কমার্স। এজন্য নিবন্ধনের নিয়ম চালু করেছে দেশের সরকার।

ই-কমার্সের জন্য আপনাকে একটি ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি) নিতে হবে। এটি শুধু ই-কমার্স ওয়েবসাইটের জন্য নয়। বরং যারা শুধু ফেসবুক পেজ খুলে অনলাইনে ব্যবসা (এফ কমার্স) করছেন, তাদেরও এই নিবন্ধন করতে হবে।

যেখানে যেভাবে নিবন্ধন করবেন

এই নিবন্ধনের জন্য গত ১৩ আগস্ট একটি ওয়েবসাইট চালু করেছে সরকার। যদিও এই ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের প্রক্রিয়া গত ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু কোনো ওয়েবসাইট না থাকায় নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা ছিল। এখন ই-কমার্সের আপনি www.dbid.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর (আরজেএসসি) এই ডিবিআইডি সনদ ইস্যু করবে।

আবেদন ফরম পূরণের সময় আপনাকে ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও স্থায়ী-অস্থায়ী ঠিকানা ওয়েবসাইটে আপলোড করা লাগবে।

প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ের পর সর্বোচ্চ ৬০ কার্যদিবসের মধ্যে আপনার ই-কমার্স প্রতিষ্ঠানকে স্বতন্ত্র আইডি নম্বর দেওয়া হবে।

নিবন্ধনের জন্য কি কোনো টাকা লাগে?

না এই নিবন্ধন করতে কোনো টাকা লাগবে না।

যে কারণে এই উদ্যোগ

এতে করে প্রতারণা রোধ করা যাবে। স্বচ্ছতা আসবে। নতুন উদ্যোক্তারা সহজেই ট্রেড লাইসেন্স পাবেন। ব্যবসায়ীরা ব্যাংকের সঙ্গেও যুক্ত হতে পারবেন। ক্রেতারা পাবেন কেনাকাটায় নিরাপত্তা।

সূত্র : প্রথম আলো

 

Leave a Reply