ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
কথা বলছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

কর্মকর্তাদের আইন মেনে পেশাদারির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে বিবেচনা করা হবে। কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না।

 

 

Leave a Reply