আইসিপিসি এশিয়াধীন ঢাকা আঞ্চলিক পর্বের রেজিস্ট্রেশন শুরু ১১ জানুয়ারি

আইসিপিসি এশিয়াধীন ঢাকা আঞ্চলিক পর্বের রেজিস্ট্রেশন শুরু ১১ জানুয়ারি
গতকাল সোমবার (৯ জানুয়ারি) গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে সংবাদ সম্মেলনে আয়োজকরা

প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) এশিয়াধীন ঢাকা অঞ্চল পর্ব শুরু হতে যাচ্ছে আগামী মাসে।

এবারের আসরের প্রাথমিক রাউন্ড আগামী ১১ ফেব্রুয়ারি অনলাইনে হবে। আর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১১ মার্চ।

এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১১ জানুয়ারি (বুধবার) থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যা ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই আয়োজন করতে যাচ্ছে ।

গতকাল সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এই সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে বিজয়ীদের ফাইনাল পর্বের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৭ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এর মক টেস্ট ১০ মার্চ এবং চূড়ান্ত প্রতিযোগিতা ১১ মার্চ হবে। প্রোগ্রামিংয়ে অংশগ্রহণে ইচ্ছুকরা ৩৯০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

চূড়ান্ত পর্বের রেজিস্ট্রেশন ফি ৭ হাজার ৫০০ টাকা। রেজিস্ট্রেশন লিংক www.icpc.green.edu.bd

প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং ইউএস-বাংলা গ্রুপ।

 

Leave a Reply